, , ,

মঠবাড়িয়াসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়

অনলাইন ডেস্কঃ যান্ত্রিক ত্রুটির কারণে দেশের বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মঠবাড়িয়াসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে মঠবাড়িয়ার বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং চলছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রগুলোর আকস্মিক ত্রুটির কারণে বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছে। সাময়িক এই পরিস্থিতি মোকাবিলায় পিডিবি দেশবাসীর সহযোগিতা কামনা করেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

মঠবাড়িয়ার বিদ্যমান বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবে স্থানীয় সূত্র জানায়, ৩৩ কেভি ফিডারটি আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে SCADA অপারেশনে বন্ধ রয়েছে। এই প্রযুক্তিগত সমস্যার কারণে মঠবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহ আরও ব্যাহত হচ্ছে।

এদিকে হঠাৎ করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মঠবাড়িয়ার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অনলাইন নির্ভর কাজের সঙ্গে জড়িতরা সমস্যায় রয়েছেন।

 

About The Author

Leave a Reply