মঠবাড়িয়া প্রতিনিধিঃপিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথমবারের মতো ‘স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে স্বেচ্ছাসেবী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদের কৃষি হলরুমে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় স্বেচ্ছাসেবী, বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা অংশ নেন।
তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবী চেতনা জাগ্রত ও সমাজকল্যাণমূলক কাজে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজ বরিশালের প্রফেসর রাজু আহমেদ, মডিফিশনাল লেখক ও স্পিকার মাসুম মুহতাদী, কৃষিবিদ এ কে এম মহসিন উদ্দিন মনির এবং কবি মেহেদী হাসান।
দিনব্যাপী কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান, পরিবেশ রক্ষা, শিক্ষা সহায়তা ও কমিউনিটি লিডারশিপসহ স্বেচ্ছাসেবার নানা দিক নিয়ে আলোচনা হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লা আল অভি জানান, সদস্য মাসুম বিল্লাহর পরিকল্পনায় এ কর্মশালার আয়োজন করা হয় এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এ উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।









Leave a Reply
You must be logged in to post a comment.