কাউখালী সংবাদদাতা :
পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে শিক্ষার্থীদের ভূমি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আমার ভূমি, আমার অধিকার এ প্রতিপাদ্য সামনে রেখে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
কর্মশালায় কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান , শিক্ষক ইমাম উদ্দিন তোহা, মিল্টন হোসেন, কাউখালী প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক-কর্মশালায় বিদ্যালয়ের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণী এই চারটি শ্রেণি থেকে মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ভূমি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।কর্মশালায় ভূমির মালিকানা, জরিপ চলাকালীন করণীয়, ওয়ারিশদের সঠিক যাচাই, উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, স্মার্ট ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা, ভূমি নকশা, নামজারি, ভূমি রেকর্ড সহ জমিজমা সংক্লান্ত বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।








Leave a Reply
You must be logged in to post a comment.