
সজীব মিত্রঃ সুনাম ও সফলতার সাথে চতুর্থ বছরে পদার্পণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশন। গতকাল ১৭ই মার্চ বিকাল ৫ ঘটিকার সময় মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে এম লতীফ ইনস্টিটিউশন বিদ্যালয়ের শহীদ মিনার সম্মুখ প্রাঙ্গণে কেক কেটে দিনটি উদযাপন করে সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন কে এম লতিফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান, পাঠাগার আন্দোলনের সমন্বয়ক কবি মেহেদী হাসান, গ্রাভিটি মিডিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্স মাহামুদ, হাতে খড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন চন্দ্র মিস্ত্রি সজিব, সাধারণ সম্পাদক সৌরভ হাওলাদার নীল, কোষাধ্যক্ষ জয়া হাওলাদার, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি পলাশ বৈরাগী, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক দুর্জয় তালুকদার, কোষাধ্যক্ষ সৌরভ বেপারী,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অভিজিৎ দে, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দ্বীপ দেবনাথ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ঐশী হোসাইন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুমাইয়া মাহমুদ সায়মা, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিটুল চন্দ্র, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এইচ. আর বাবু, পরিবেশ বিষয়ক সম্পাদক নীহার চন্দ্র ওঝা প্রমুখ। এর আগে আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করে হাতে খড়ি ফাউন্ডেশনের বরিশাল মহানগর শাখার সদস্য বৃন্দরা। দক্ষিণ উপকূলের জেলে পরিবারের শিশুদের জীবনমান উন্নয়ন তাদের মৌলিক অধিকার ও নিজস্ব সংস্কৃতি রক্ষার পাশাপাশি তাদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে গত তিন বছর ধরে কাজ করছে হাতে খড়ি ফাউন্ডেশন। সামাজিক কাজে অবদান রাখায় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করে প্রতিষ্ঠানটি।







Leave a Reply
You must be logged in to post a comment.