, ,

পিরোজপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঠুটাখালী গ্রাম থেকে সজল রায় নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান।

সজল (২৮) নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঠুটাখালী গ্রামের কালিপদ রায়ের ছেলে।

ওসি মুনিরুল বলেন, “নবম শ্রেণীর প্রতিবন্ধী ওই স্কুল ছাত্রীকে সজল বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। গত ১৫ সেপ্টেম্বর মেয়েটিকে বাড়িতে একা পেয়ে সজল তাকে ধর্ষণ করে।”

পরে ঘটনাটি জানাজানি হলে ৩ অক্টোবর মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

About The Author

Leave a Reply