,

মঠবাড়িয়ায় ভূমি অফিসের উদ্যোগে তুষখালীতে “ভ্রাম্যমাণ ভূমিসেবা মেলা”

“জনগণের দোরগোড়ায় ভূমি সেবা”
“নামজারি খতিয়ান ও ডিসিআর হস্তান্তর”
“মাত্র একদিনেই সরেজমিনে ভিটি/ভিপি লীজ নবায়ন”

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ উৎসবমুখর পরিবেশে মঠবাড়ীয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তুষখালী ইউনিয়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ভূমিসেবা প্রত্যাশীদের উপচে পড়া উপস্থিত লক্ষ করা গেছে। মাত্র একদিনেই ভিটি কেসের লীজ নবায়ন, অনুমোদিত নামজারি খতিয়ানসমূহ ও ডিসিআর হস্তান্তর, ভূমি উন্নয়ন করের দাখিলা প্রদান, ভিপি লীজ নবায়ন, নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনের খাসজমি বন্দোবস্ত/ঘর পাওয়ার আবেদন পূরণে সহায়তা ও গ্রহণ ছাড়াও গণশুনানি ও ভূমি সম্পর্কে নাগরিকদের জিজ্ঞাসার প্রেক্ষিতে পরামর্শ প্রদান করা হয়েছে।

এসময় মঠবাড়ীয়া উপজেলার গণমাধ্যম ব্যক্তিত্বগণ/সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ জনগণ মিডিয়ার নিকট এ ধরণের উদ্যোগে উপকৃত হওয়ায় সাদুবাদ জানান।

মুজিব বর্ষ উপলক্ষে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌছে দিতে এবং ভূমি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পর্যায়ক্রমে এ উপজেলার ১১ টি ইউনিয়নে ‘ভ্রাম্যমান ভূমি সেবা মেলা’ আয়োজন করা হবে।

About The Author

Leave a Reply