ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

ভান্ডারিয়া প্রতিনিধি >
পিরোজপুরের ভান্ডারিয়া বন বিভাগ,উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের যৌথ উদ্যোগে আজ শুক্রবার থেকে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে । পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আজ শুক্রবার দুপুুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন করেন। মেলায় মোট ১১টি ষ্টলে বিভিন্ন জাতের ফলদ বৃক্ষ ও কৃষি তথ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আরেঅচনা সভায় স্বাগত বক্তব্য দেন. পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আবুল হোসেন তালুকদার, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমূখ। শেষে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপজেলা মহিলা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাছাইকৃত ১০ জন দুঃস্থ ও অসহায় নারীর মাঝে পূনর্বাসন সহায়তা হিসেবেনগদ তিন হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা বিতরণ করেন। পরে মন্ত্রী মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...