ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - মঠবাড়িয়ায় জলাবদ্ধ কৃষিজমিতে লবনের আগ্রাসনে কৃষকের স্বপ্নবীজ

মঠবাড়িয়ায় জলাবদ্ধ কৃষিজমিতে লবনের আগ্রাসনে কৃষকের স্বপ্নবীজ

দেবদাস মজুমদার >

অমবশ্যার অস্বাভাবিক জোয়ারের প্লাবন ও অতি বৃষ্টি কারনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে তিন শত হেক্টর জমির আমন বীজতলা জলাবদ্ধতায় বিনষ্ট হওয়ার আশংকা করছেন ভূক্তভোগি কৃষকরা।

ঊপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে এবছর ২০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমনের বীজতলা করা হয়েছে। নিম্ন চাপের প্রভাবে মাসব্যাপি অতিবর্ষণের কারনে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তিন শত হেক্টর বীজতলা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। তবে কৃষকদের মতে প্রায় ৩শত হেক্টর বীজতলা পানিতে তলিয়ে রয়েছে। পানি দীর্ঘস্থায়ী হলে বীজতলা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ইউনিয়ন সমূহ হলো, মিরুখালী, দাউদখালী ও ধানী সাফা ইউনিয়ন। এসব ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের খালে বাঁধ না থাকা ও স্লুইজগেট না থাকার ফলে নি¤œাঞ্চলে পানি ঢুকে কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে লবন পানির আগ্রাসনে আমন বীজতলা ক্ষতির সম্মূখীন।
জলাবদ্ধ কৃষি জমির লবন পানি দ্রুত অপসারিত না হলে আমন বীজে নষ্ট হয়ে সংকট দেখা দেবে বলে আশংকা প্রকাশ করেছেন কৃষকরা।

উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাঙ্গা গ্রামের কৃষক আবদুল হামিদ মোল্লা জানান, তিনি এক এক জমিতে এবার আমন ধানের বীজতলা তৈরী করে বিপাকে পড়েছেন। জোয়ার ও বৃষ্টির কারনে বীজতলা ডুবে গিয়ে অর্ধেক বীজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে আমন আবাদ করতে নতুন বীজ ক্রয় করতে হবে।

মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের কৃষক মো. শাহ আলম আকন জানান, পানির কারণে অত্র এলাকার কৃষকরা বীজতলা করতে পারেনি। ফলে চড়া দামে বীজ ক্রয় করে কৃষকদের আমন আবাদ করতে হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, গত কয়েকদিন ধরে অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে উপজেলার বিভিন্ন স্থানের নিমাঞ্চল প্লাবিত হয়েছে। আশাকরছি জলাবদ্ধ কৃষিজমির পানি অপসারিত হবে। তবে আমনের উচ্চ ফলন শীল-২৫ জাতের বীজ ১৫ দিন পানির নিচে থাকলেও পুরো নষ্ট হওয়ার আশংকা নেই। মঠবাড়িয়ায় এ জাতের বীজ দিয়ে আবাদ হবে শতকরা ৭৫ ভাগ জমি। তাই আমন বীজে বড় ধরনের কোন সংকট হবেনা ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...