ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভা-ারিয়ায় করোনা মোকাবেলায় ঘরবন্দী মানুষের কাছে খাদ্য সামগ্র্রী পৌঁছে দিতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ দোকান। ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম আজ রবিবার এ উদ্যোগ নিয়েছেন।
স্থানীয়রা জানান, সরকারী নির্দেশনাঅমান্য করে লোকজন যাতে বাইরে না যায় তারই জন্য এ উদ্যোগ। সারাদেশে করোনাভাইরাসের এই সংকটময় মুহুর্তে সরকার জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় উপজেলা প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন জনহিতকর কর্মসূচির পাশাপাশি ঘরে থাকা মানুষের চাহিদার ভিত্তিতে ভা-ারিয়া উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভার জন্য মোট ৭টি ন্যায্য মূল্যের ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়েছে। ভা-ারিয়া এলাকার ঘরে থাকা লোকজন মোবাইলে কল করলেই তার বাড়িতে চলে যাবে এই দোকান। এছাড়া এ দোকানগুলো সার্বক্ষণিক চাল, ডাল আলু পিয়াজসহ নিত্য পণ্য নিয়ে পৌর শহর এবং গ্রামের অলি গলিতে ঘুরে বেড়াচ্ছে।
স্থানীয় লক্ষিপুরা মহল্লার ষাটোর্ধ গৃহকর্তা আব্দুস সালাম বলেন, অবশেষে দুশ্চিন্তা দূর হলো ঝুকি নিয়ে আর বাজারে যেতে হবে না। এতে ঘরবন্দী মানুষ নিজেদের ইচ্ছা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মানুষকে করোনা মোকাবেলায় ঘরে থাকার অনুরোধ করেছি তারা ঘরেই আছেন। কিন্তু হাটবাজার একটা চরম সংকট। তাই ভ্রাম্যমান বাজার করেছি যাতে বাজারের চেয়ে স্বল্পমূল্যে ক্রেতারা ঘরে বসেই নিত্য পণ্য পেতে পারেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.