ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে খাদ্য সহয়তা দিলেন পুলিশ সুপার

কাউখালীতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে খাদ্য সহয়তা দিলেন পুলিশ সুপার

কাউখালী প্রতিনিধি : করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যান চালক ও নিম্ন আয়ের দুইশতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। আজ রবিবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারী বালক বিদ্যালয় মাঠে এ খাদ্য সহয়তা দেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু সহ অন্যান্য সামগ্রী।
এসময় পুলিশ সুপার হায়তুল ইসলাম খান বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা, সবাই মিলে বাড়ীতে থাকা, অযথা ঘোরাফেরা না করা, একান্ত প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বাহিরে না হওয়া, মাস্ক ব্যবহার করা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, দুশ্চিন্তা না করা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার কে.এম লতিফ ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আশরাফুর রহমান

  মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাসমহল লতিফ ইনস্টিটিউশনের এড কমিটির নবনির্বাচিত ...