ব্রেকিং নিউজ
Home - উপকূল - সাহায্যের হাত বাড়িয়ে অসহায় বৃদ্ধার দুয়ারে মঠবাড়িয়ার এসিল্যান্ড রিপন বিশ্বাস

সাহায্যের হাত বাড়িয়ে অসহায় বৃদ্ধার দুয়ারে মঠবাড়িয়ার এসিল্যান্ড রিপন বিশ্বাস

এসিল্যান্ড মঠবাড়িয়া ফেসবুক আইডি থেকে আজ শনিবার সন্ধ্যায় এটি প্রকাশ করা হয়। আপনাদের জন্য এখানে সে পোষ্টটি হুবহু তুলে ধরা হলো।

ভদ্রমহিলা একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। মারাত্মক অসুস্থ্য, একা থাকেন। এক ছেলে,এক মেয়ে। ছেলে উচ্চ বেতনে ঢাকায় কর্পোরেট কোম্পানিতে কর্মরত। মেয়ে, মেয়ে জামাই প্রতিষ্ঠিত। চমতকার সাজানো বাড়ি। অভাব নেই কিছুরই। করোনা তাঁকে অসহায় বানিয়েছে। ঘরে খাবার নেই, বাজার নেই, তার থেকেও বড় কথা তার ঔষধ শেষ হয়ে গেছে।

তার মেয়ে খুলনা থেকে আমাকে কল করে ইতস্তত কন্ঠে সমস্যার কথা জানালেন। কি কি ঔষধ লাগে জেনে নিলাম। তিনি ডিসি স্যার কেও জানিয়েছেন।

আমি খাবার-বাজার-ঔষধ নিয়ে তার দুরায়ে হাজির। পরে আরো কিছু লাগলে জানানোর জন্য বললাম।

পুনশ্চ: আমি কাউকে ত্রান/সাহায্য করার ছবি ফেসবুকে পোস্ট করিনা। কিন্তু আজকে উনাকে কিছু দিতে পেরে অসম্ভব ভাল লাগা কাজ করছে, চমতকার একটা প্রশান্তি অনুভব করছি তাই ছবি দিলাম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...