পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেহেদী উৎসব অনুষ্ঠিত

0
104

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1,”adjust”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

পিরোজপুরের মঠবাড়িয়ার বড় মাছুয়া আশ্রয়ন প্রকল্পে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে এক ব্যতিক্রমী মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে শিশুদের হাতে নানা নকশার মেহেদী আঁকা হয়। আশ্রয়ন প্রকল্পের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে উৎসবমুখর পরিবেশে শিশুরা আনন্দ-উল্লাসের মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।

আয়োজকরা জানান, ঈদ শুধু আনন্দের নয়, এটি একে অপরের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেওয়ারও দিন। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসবে স্থানীয় ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। শিশুরা মেহেদী লাগানোর পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল অভি বলেন, স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে। আমরা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করছি।

About The Author