পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খান মোহাম্মদ ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আল আমিন নাজাতকে বোর্ড কর্তৃক এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন। অন্যান্য সদস্যদের মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসেবে উৎপল চক্রবর্তী এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে পংকজ সিকদার নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয় পরিচালনার ধারাবাহিকতা রক্ষায় এডহক কমিটি গঠন করা হয়, যা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করবে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।