স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট মাছুয়া বলেশ্বর নদীর চরে আটকে থাকা একটি কয়লা বোঝাই জাহাজ থেকে অচেতন অবস্থায় ছয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নাছির হোসেন (৩৫) নামে এক শ্রমিককে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন—জাহাজের মাস্টার আবুল হাশেম (৪৯), সুকানি বিপ্লব (৩৫), বাবুর্চি নিদু মিয়া (৬০), স্কট শান্ত (১৮) ও শাওন (১৭)। প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
জাহাজের মাস্টার আবুল হাশেম জানান, ৬ মার্চ বৃহস্পতিবার মংলা থেকে কয়লা বোঝাই করে তারা ঢাকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেন। বাগেরহাটের মোড়েলগঞ্জের সোনাখালী এলাকায় নোঙর করে ইফতার ও তারাবির নামাজ শেষে বিশ্রাম নেন। এরপর কীভাবে বলেশ্বরের চরে এসে পৌঁছালেন, তা তিনি মনে করতে পারছেন না।
স্কট মো. শান্ত জানান, ইফতারের সময় সোনাখালীতে দুজন স্কট তাদের জাহাজে এসেছিল। এরপর কী ঘটেছে, তা তিনি জানেন না। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে চালু ইঞ্জিনসহ জাহাজটি চরে আটকে থাকতে দেখা যায়, তবে কোনো সাড়া না পেয়ে ট্রলারযোগে কাছে গিয়ে শ্রমিকদের হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জাহাজটি নিরাপদে রাখা হয়েছে। তবে শ্রমিকদের সুস্থতার পরই বিস্তারিত জানা যাবে।