মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর মাটি কেটে ইট পোড়ানো: দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

0
121

 

অনলাইন ডেস্কঃ মঠবাড়িয়ার বলেশ্বর নদীর তীরের মাটি কেটে অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলার তুষখালী গ্রামের ভাটা মালিক আসাদ লস্করের দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আসাদ লস্কর নদীর চরের মাটি কেটে তা ইট তৈরির কাজে ব্যবহার করছিলেন, যা পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম জানান, ইটভাটা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় অনুমতিপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং অনুমতি ছাড়া ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

About The Author