কাউখালীর কচা নদীর বেকুটিয়ায় সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

0
40

কাউখালী সংবাদদাতা > পিরোজপুরের কাউখালীর কচা নদীর বেকুটিয়া-কুমিরমারা পয়েন্টে প্রস্তাবিত বেকুটিয়া সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসি মানববন্ধন ও সমাবেশ করেছে। বেকুটিয়ার সেতু বেকুটিয়ায় বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যেগে আজ বৃহস্পতিবার বিকালে বেকুটিয়া ফেরীঘাট বাজারের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনে স্থানীয় সহ¯্রাধিক জনতা অংশ নেন।
শেষে সংগ্রাম পরিষদের আহ্বায়ক এডভোকেট এম. নূরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আ.লীগ নেতা তালুকদার দেলায়ার হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি কাউখালীর বেকুটিয়ার কচা নদীতে ১ হাজার ৪৮০ মিটার দৈর্ঘ্য একটি সেতু নির্মাণের লক্ষে চীনের সাথে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়। হঠাৎ করে বিশেষ কোন মহল বেকুটিয়ার প্রস্তাবিত স্থানের ওই সেতু স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে।
বেকুটিয়ার সেতু বেকুটিয়ায় নির্মাণের দাবি জানিয়ে বক্তারা বলেন, এর কোন ব্যত্যয় ঘটলে দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষকে নিয়ে বৃহত্তর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বেকুটিয়া সেতু স্থানান্তর করা হলে, বরিশাল-খুলনা মহাসড়কে ২২ কিলোমিটার দূরত্ব বেড়ে যাবে। যা উপকূলের জনজীবনে সড়ক পথে ভোগান্তির সৃষ্টি করবে বলে সমাবেশে দাবি করেন বক্তারা।

About The Author