মঠবাড়িয়া প্রতিনিধি: দেশব্যাপী কুরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে সরকার বিনামূল্যে লবণ সরবরাহ কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে মঠবাড়িয়ার স্লুইস গেট সংলগ্ন কাঠপট্টি ঘাটে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণ করা হচ্ছে।
সরকারের নির্দেশনায়, সকল এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা সমাজসেবা অফিসের সঙ্গে যোগাযোগ করে লবণ সংগ্রহ করতে করেছেন বলে জানা গেছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, চামড়া সংরক্ষণে লবণ ব্যবহার একটি জরুরি পদক্ষেপ। মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিয়ম মেনে চামড়া সংরক্ষণ করে জাতীয় সম্পদ রক্ষা করার আহ্বান জানাচ্ছি।








Leave a Reply
You must be logged in to post a comment.