চিত্রাঙ্কনে দেশসেরা মঠবাড়িয়ার আহাদ আবদুল্লাহ উৎস

0
98

 

মো. মেহেদী হাসানঃ পিরোজপুরের মঠবাড়িয়ার গৌরব ও অহংকার হয়ে উঠেছে ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহাদ আবদুল্লাহ উৎস। জাতীয় পর্যায়ে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ চিত্রাঙ্কন বিভাগে প্রথম স্থান অর্জন করে সে মঠবাড়িয়া তথা পিরোজপুর জেলার মুখ উজ্জ্বল করেছে।

অসাধারণ সৃজনশীলতা ও শিল্প প্রতিভার স্বাক্ষর রেখে উৎস দেশের অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে প্রথম স্থান অর্জন করে। তার এই অসামান্য অর্জন প্রমাণ করে, প্রতিভা সুযোগ পেলে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান জানান দিতে পারে।

আহাদ আবদুল্লাহ উৎস মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম ও ফারজানা লিজা দম্পতির জ্যেষ্ঠ পুত্র। জানা যায়, ছোটবেলা থেকেই সে চিত্রাঙ্কনের প্রতি আগ্রহী ছিল, আর সেই আগ্রহকে পরিণত করেছে সাফল্যে।

তার এই সাফল্যে বিদ্যালয় শিক্ষকবৃন্দ, সহপাঠী, বন্ধু, স্বজনেরা সহ উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দিত ও গর্বিত।

মঠবাড়িয়া উপজেলাবাসীর পক্ষ থেকে আহাদ আবদুল্লাহ উৎসকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনায় থাকলো মঠবাড়িয়ার সকল মানুষের দোয়া ও সমর্থন।

About The Author