মঠবাড়িয়া উপজেলার নামকরণ নিয়ে ঐতিহাসিক ব্যাখ্যা

0
224

মো. মেহেদী হাসানঃ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নামকরণের পেছনে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। জানা যায়, অনেক আগে এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের একটি বড় “মঠ” (ধর্মীয় প্রতিষ্ঠান বা আশ্রম) স্থাপিত হয়েছিল। সেই মঠের আশপাশে গড়ে উঠেছিল বেশ কিছু বসতি বা “বাড়ি”। তখন স্থানীয়রা এ এলাকাকে ডাকত “মঠের বাড়িগুলো” নামে, যা সময়ের প্রবাহে সংক্ষেপিত হয়ে “মঠবাড়ি” এবং পরে “মঠবাড়িয়া”তে রূপ নেয়।

আরেকটি ব্যাখ্যা অনুসারে, ব্রিটিশ আমলে মঠবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর হিসেবে পরিচিতি পায়। সেসময়ও এই অঞ্চল “মঠবাড়ি” বা “মঠের বাড়ি” নামেই পরিচিত ছিল। পরবর্তীতে প্রশাসনিক পুনর্গঠনের সময় পূর্ণাঙ্গ উপজেলা গঠিত হলে আনুষ্ঠানিকভাবে এর নাম হয় “মঠবাড়িয়া”।

উপজেলার মিরুখালী ইউনিয়নে এখনও সেই প্রাচীন মঠের কিছু স্মৃতিচিহ্নের দেখা মেলে। এই ইতিহাসকে স্মরণ করে চিত্রশিল্পী আহাদ আবদুল্লাহ উৎস পেন্সিল স্কেচে এঁকেছেন একটি ঐতিহাসিক মঠের চিত্র। তার নিপুণ হাতে আঁকা এ শিল্পকর্ম অতীতের মঠবাড়িয়ার গৌরবময় স্মৃতিকে জীবন্ত করে তুলেছে।

এই জনপদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে চিত্রকলায় ফুটিয়ে তোলার জন্য চিত্রশিল্পী আহাদ আবদুল্লাহ উৎসকে আমরা ধন্যবাদ জানাই।

About The Author