
অনলাইন ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অধ্যক্ষ বেলায়েত হোসেনকে সদস্য সচিব, মো. আব্দুল হালিমকে সাধারণ শিক্ষক সদস্য এবং রুবেল মিয়াকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯-এর ৩৯ নম্বর প্রবিধান অনুযায়ী পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে। পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটির কার্যক্রম চালু থাকবে। এ সময়ের মধ্যে বিধি অনুযায়ী একটি নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, “টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”