পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

0
18


পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পর্ষে নাহিদা বেগম(২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু নাহিদা পিরোজপুরের একটি জামে মসজিদের ইমাম ও একই গ্রামের আল আমিন হাওলাদারের স্ত্রী। তার ২ বছরের এক কন্যা সন্তান আছে।
স্বামী আল আমিন জানান, নাহিদা দুপুরে গোসল করে ঘরে ফিরে পানির মোটরের সুইস বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, কালাইয়া গ্রামে বিদ্যুৎস্পর্ষে এক গৃহবধুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About The Author