মঠবাড়িয়ায় বজ্রপাতে কৃষক নিহত

0
25

মঠবাড়িয়া প্র্রতিনিধি <>
পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে নিমাই চন্দ্র হাওলাদার (৫৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনীয়া গ্রামের কৃষিজমির মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক উপজেলার চালিতাবুনীয় গ্রামের মৃত যাদব চন্দ্র হাওলাদার এর ছেলে । সে দুই সন্তানের জনক।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। এসময় কৃষক নিমাই চন্দ্র মাঠে বাঁধা গোয়ালের গরু বাড়িতে আনতে যান। কৃষিজমির মাঠে আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গ্রামবাসি তাকে উদ্ধার করে স্থানীয় মিরুখালী বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কৃষকের ঘরে এখন শোকের মাতোম চলছে।

About The Author