ভাণ্ডারিয়ায় ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0
19


ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইউপি সদস্য পলাশ চন্দ্র মিত্রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা ইউপি মেম্বর এসোসিয়েশনের আয়োজনে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভাণ্ডারিয়া উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান ও অর্ধশতাধিক ইউপি সদস্যরা অংশ নেন।
শেষে মানববন্ধনে বক্তব্য দেন, ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, ইউপি মেম্বার এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন মুন্সি, ইউপি সদস্য শওকত হোসেন সোহাগ ও কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধূরী। ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যানম্যান খান এনামূল করিম পান্না, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার, নদমূলা-শিয়াকাঠী ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দীন আরিফ জোমাদ্দার, ইকড়ি ইউপি এর প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাচ্চু প্রমূখ ।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের কাছে উপজেলা ইউপি মেম্বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ভাণ্ডারিয়া – চরখালী মহাসড়কের ব্রাক সংলগ্ন এলাকায় সন্ধ্যায় ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামের ইউপি সদস্য পলাশ চন্দ্র মিত্রের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় অজ্ঞাতনাম ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে । পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About The Author