আমেরিকাতে করোনায় মৃত্যু অ্যাডভোকেট সরোয়ার হোসেনের

0
25

অনলাইন ডেস্কঃ পিরোজপুর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সরোয়ার হোসেন করোনায় আক্রান্ত হয়ে ৮এপ্রিল বুধবার আমেরিকার সময় সময় দুপুর ১ টা ৫০ মিনিট ও বাংলাদেশ সময় রাত ১১ টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন্। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি স্ত্রী রেনু সুলতানাকে নিয়ে আমেরিকার নিউইয়র্কে ছোট ছেলের কাছে গিয়েছিলেন। তার ছোট ছেলে জামিল সরোয়ার জনি নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা। জনিও প্রায় দু’সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সুস্থে আছেন। অ্যাডভোকেট সরোয়ার হোসেন গত কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সরোয়ার হোসেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ছাড়াও পিরোজপুরের ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। অ্যাডভোকেট সরোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

About The Author