মঠবাড়িয়া প্রতিনিধি 🔻
প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণাকে স্বাগত মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা, পৌরসভা ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগ এ শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে শহরের শহীদ মিনার মুক্তমঞ্চে উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম রাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, , বক্তব্য রাখেন,ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মশিউর রহমান মর্তুজা,সরকারি কলেজ ছাত্রলীগের, যুগ্ম-সাধারণ সম্পাদক, রাসেল জমাদ্দার উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহেল শেখ,যুগ্ম-সাধারণ সম্পাদক, আল আমিন মল্লিক, সদর ইউনিয়ন ছাত্রলীগের,সভাপতি ইমরান খান ইফাত,সাধারন সম্পাদক রেজাউল ফরাজী ও কলেজ ছাত্রলীগ নেতা সাকিল আহমেদ অলি প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তুষার আহমেদ মিলন ।
সমাবেশে প্রস্তাবিত জাতীয় বাজেটকে গণমূখী ও উন্নয়ন বাজেট হিসেবে উলেল্খ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগ নেতা কর্মীরা।