মঠবাড়িয়া প্রতিনিধি :
পুরাতb হিন্দু আইন বহাল রাখার দাবীতে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় হিন্দু মহাজোট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ২৬ মে শুক্রবার সকাল ১০ টা উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির সম্মুখ সড়কে আযোজিত ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি শ্যামল মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অজয় মজুমদার সংগঠনের নেতা সুমন বেপারী, মিল্টন মন্ডল, দেবাশীষ চৌধুরী, যুগল অধিকারী, অভিজিৎ হালদার, নয়নবল, সবুজ মিত্র ।
বক্তারা বলেন, হিন্দু আইন ধর্ম পালনের একটি অংশ। তাই যে সকল এনজিও সংস্থা বিয়ে, সম্পত্তি, অভিভাবকত্বসহ যে বিষয়গুলো নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন– তা সবই ধর্মেরই অংশ। ধর্মের স্বতঃসিদ্ধ বিষয়ে হাইকোর্টের কিছু করার নেই। যদি করা হয়, তাহলে হিন্দু ধর্মের ওপর তা হবে সরাসরি আঘাত হানার শামিল। হিন্দু আইন সংস্কার বা সংশোধন যা-ই হোক মানেনা জাতীয় হিন্দু মহাজোট।