মঠবাড়িয়া প্রতিনিধি:সবুজে বাঁচার আহ্বানে মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বৃক্ষ উৎসর্গ এর “একটি গাছ, একটি জীবন” শীর্ষক চলমান ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) তুষখালী কলেজ, তুষখালী মাধ্যমিক বিদ্যালয় এবং একটি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে রোপণ করা হয় শোভা বর্ধনকারী ও ছায়াদানকারী কৃষ্ণচূড়া গাছের চারা। এ সময় উপস্থিত ছিলেন তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কবি মেহেদী হাসান ও সম্মানিত শিক্ষকগণ। এছাড়া, বৃক্ষ উৎসর্গ গ্রুপের সদস্যদের মধ্যে লামিয়া মুনতারীন, আরিয়ান আহমেদ অনিক, আব্দুল্লাহ আল মুহিত, মুশফিকুর রহমান রহিত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
কবি ও পরিবেশকর্মী মেহেদী হাসান বলেন, একটি গাছ লাগানো মানে কেবল মাটি নয়, আশার বুকে একটি সবুজ কবিতা রোপণ করা। বৃক্ষ উৎসর্গের এই যাত্রা যেন হয়ে উঠুক প্রতিটি হৃদয়ে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার স্নিগ্ধ প্রতিচ্ছবি। পরিবেশ বাঁচাতে যারা মাঠে নেমেছে, তাদের প্রতি আমার কবিতার বিনম্র সালাম।”
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক সৌরভ খরাতি বলেন, “আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু ছায়া দেয় না—এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাণের প্রতীক হয়ে ওঠে। আগামী প্রজন্মকে সবুজ-সচেতন করে তুলতে আমাদের এই প্রয়াস।”
উল্লেখ্য, “একটি গাছ, একটি জীবন” ক্যাম্পেইনের আওতায় মঠবাড়িয়ার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় ধাপে ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বৃক্ষ উৎসর্গ।