বিশেষ প্রতিনিধি > ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে বৃহস্পতিবার সারাদেশে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন রঙের পোস্টার ও সাজসজ্জায় সাজিয়েছে শিক্ষাঙ্গন। ঢাক-ঢোল ও তবলার তালে তালে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা নিজেরাই। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ও শিক্ষা উন্নয়নসহ শিক্ষার্র্ীদের ভেতর গণতন্ত্র চর্চার লক্ষে এ স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনের মধ্য দিয়ে অর্জিত জ্ঞান ভবিষ্যতে গণতন্ত্র চর্চায় শিার্থীদের কাজে লাগবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৮ জন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে। স্টুডেন্ট কেবিনেটের কর্মপরিধি: পরিবেশ সংরক্ষণ (বিদ্যালয়, আঙ্গিনা, টয়লেট পরিষ্কার এবং বর্জ ব্যবস্থাপনা); পুস্তক ও শিখন সামগ্রী; স্বাস্থ্য; ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম; পানি সম্পদ; বৃক্ষ রোপণ ও বাগান তৈরি (সবুজায়ন); দিবস পালন ও অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি। কৈশোর থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া; পরমত সহিষ্ণুতা ও শ্রদ্ধাবোধ; শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা-শিক্ষানো কার্যক্রমে শিক্ষকদের সহায়তা ও অভিভাবকের সম্পৃক্ততা; শতভাগ ছাত্র-ছাত্রীর ভর্তি ও ঝরেপড়া রোধে সহযোগিতা; প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্রীড়া, সংস্কৃতি ও সহশিা কার্যক্রমে শিার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করাই স্টুডেন্টস কেবিনেট নির্বোচনের উদ্দেশ্য।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত প্রত্যেক ছাত্র-ছাত্রী এ নির্বাচনে ভোট দিতে পারবে। প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণিতে ১টি এবং তার পছন্দ মতো সর্বোচ্চ ৩টি শ্রেণিতে ১টি করে মোট ৮টি ভোট প্রদান করে। প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচটি শ্রেণি হতে পাঁচজন এবং পরবর্তী সর্বোচ্চ ভোট প্রাপ্ত তিন শ্রেণি থেকে একজন করে তিনজনসহ মোট ৮ জন নিয়ে স্টুডেন্টস কেবিনেট গঠন করা হবে। স্টুডেন্টস কেবিনেট প্রতিমাসে অন্তত একটি করে সভা করবে। কেবিনেট প্রধান সভায় সভাপতিত্ব করবে। শিক্ষকরা কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতা ও পরামর্শ দেবেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.