ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - প্রসঙ্গঃ হিজরা এবং দাস- দাসী মৃত ব্যক্তির উত্তরাধিকারী হিসেবে সম্পত্তির অংশ প্রাপ্ত হবে কিনা?

প্রসঙ্গঃ হিজরা এবং দাস- দাসী মৃত ব্যক্তির উত্তরাধিকারী হিসেবে সম্পত্তির অংশ প্রাপ্ত হবে কিনা?


যে নারীও নয় এবং পুরুষও নয় তাকে হিজরা বলে। হিজরা উত্তরাধিকারী হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তির অংশ প্রাপ্ত হবে।তবে তার মধ্যে যদি নারীত্বের লক্ষণ বেশী থাকে তাহলে সে নারী হিসেবে অংশ পাবে। যদি তার মধ্যে পুরুষত্বের লক্ষ্মণ বেশী দেখা যায় তাহলে সে পুরুষের অংশ প্রাপ্ত হবে।
দাস- দাসী মৃত ব্যক্তির ওয়ারিশ বা উত্তরাধিকারী নয় বিধায় মহান আল্লাহ তাআলা পবিএ কুরআনের সুরা নুর এর ৩৩ নং আয়াতে বলেছেন, ” তোমাদের মালিকানাধীন দাস- দাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্যে লিখিত চুক্তি করতে চাইলে,তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা তাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও।আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা তাদেরকে দান করবে।”
সহীহ তিরমিযী শরীফে হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্নিত আছে যে, “এক ব্যক্তি ওয়ারিশ বিহীন অবস্হায় মৃত বরণ করে। তার একজন মুক্ত দাস ছিল। রাসুল সঃ তাকে তার পরিত্যক্ত সম্পত্তি দান করেন। ” (হাদীস নং ২০৫৩)

নূর হোসাইন মোল্লা,
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক
গুলিশাখালী জিকে মাধ্যমিক বিদ্যালয়

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...