মঠবাড়িয়া প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যা ও অব্যাহত বর্বরোচিত হামলার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর মঠবাড়িয়া মডেল মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মঠবাড়িয়ার তৌহিদী জনতার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদ সমাবেশ, যেখানে বক্তারা ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতন ও নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় শিশু, নারী ও বয়স্কদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র এমনকি জাতিসংঘ পরিচালিত স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা প্রবেশে বাধা দিয়ে গাজার জনগণকে মানবিক সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও কিছু পশ্চিমা দেশের সমর্থন ইসরায়েলের এই আগ্রাসনকে আরও উসকে দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরও বলেন, বিশ্বজুড়ে ফিলিস্তিনের জনগণের পক্ষে সমর্থন বাড়ছে, কিন্তু বড় পরাশক্তিগুলো ইসরায়েলকে অস্ত্র ও রাজনৈতিক সহায়তা দিচ্ছে। এ সময় বাংলাদেশ সরকারকে আরও কঠোর ভাষায় ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিক অবস্থান জানানোর আহ্বান জানানো হয়।
সমাবেশ থেকে বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ ও মানবতাবাদী মানুষদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী আরও জোরালো প্রতিবাদের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে ইসরায়েলের নৃশংস হামলার নিন্দা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। এতে মঠবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সংস্থাগুলো একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করলেও ইসরায়েলি আগ্রাসন থামেনি। এর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, যার অংশ হিসেবে মঠবাড়িয়াতেও এই কর্মসূচি পালিত হলো।