মঠবাড়িয়ায় ছয় ইউপিতে পাঁচটিতে নৌকা একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

0
29


মঠবাড়িয়া প্রতিনিধি 🔻

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ সোমবার অনুষ্ঠিন ১১টি ইউনিয়নের মধ্যে ৬ ইউপির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগ(নৌকা) ও ১টিতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তুষখালী ইউপিতে নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, মিরুখালী ইউপিতে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, বেতমোর রাজপাড়া ইউপিতে নৌকা প্রার্থীী মো. দেলওয়ার হোসেন আকন, আমড়াগাছিয়া ইউপিতে নৌকা প্রার্থী শারমিন জাহান, সাপলেজা ইউপিতে নৌকা প্রার্থী মো. মিরাজ মিয়া, হলতা গুলিসাখালী ইউপিতে নৌকা প্রার্থী রিয়াজুল আলম ঝনো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

About The Author