ব্রেকিং নিউজ
Home - উপকূল - মন্ত্রীর প্ররোচনায় আমার জামিন বাতিল করেন জেলাজজ 🔸 সংবাদ সম্মেলনে সাবেক এমপি আউয়াল

মন্ত্রীর প্ররোচনায় আমার জামিন বাতিল করেন জেলাজজ 🔸 সংবাদ সম্মেলনে সাবেক এমপি আউয়াল

পিরোজপুর প্রতিনিধি <>

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুদকের মামলায় তার জামিন না মঞ্জুর করতে পিরোজপুর জেলা দায়রা ও জজ আদালতের বিচারক আঃ মান্নানকে প্রভাবিত করছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। তিনি জানান, এমপি ও বর্তমান মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের প্রভাবে প্রভাবিত হয়ে দুদক তিনি ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা করেন। এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেয়। এরপর শ ম রেজাউল করিম পিরোজপুরের জেলা জজ আঃ মান্নানকে নিয়ে গত ২৯ ফেব্্রুয়ারী রাতে তার নাজিরপুর বাসভবনে গোপন বৈঠক করে। এরপরে জেলা জজ আঃ মান্নান এর সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক একটি অনুষ্ঠানের দাওয়াত দিতে গেলে তাদের সাথে জামিনের বিষয় কথা বলেন জেলা জজ। তিনি আইনজীবী নেতাদের জানান সাবেক এমপি আউয়ালের জামিন দেওয়া তার পক্ষে সম্ভব নয়। শ ম রেজাউল করিম এর নিষেধ আছে এ বিষয়। মন্ত্রীর কথা অমান্য করা তার পক্ষে সম্ভব না। তাছাড়া মন্ত্রী তার প্রভাব খাটিয়ে দলের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ণ করে নতুন ও জামায়াত-বিএনপিতে সম্পৃক্ত ব্যক্তিদের বিভিন্নস্থানে মন্ত্রীর প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন । তাছাড়া তার ভাইদের অনৈতিকভাবে ঠিকাদারী কাজে যুক্ত করে কয়েক শত কোটি টাকার ঠিকাদারী কাজ বাগিয়ে নিয়েছেন।

বুধবার পিরোজপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দুপুর ১২ টায় ঘন্টা ব্যাপী এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে এ সব কথা বলেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল।

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপির বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল বলেন, আলোচিত ক্যাসিনো সম্রাট জি.কে শামীমকে পাঁচ হাজার কোটি টাকার ঠিকাদারী কাজ বাগিয়ে দিয়ে তার কাছ থেকে তিনি ১টি তার ছোট ভাই নুরে আলম শাহিন এবং ভাইয়ের বন্ধ কামরুজ্জামান শামিমের জন্য মোট ৩টি কালো রংয়ের দামী গাড়ি উপঢৌকন হিসেবে নিয়েছেন মন্ত্রী।

সর্বপোরি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করা নিয়ে বর্তমান পিরোজপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করে সাবেক সাংসদ আউয়াল বলেন, শ.ম রেজাউল করিম ১৯৬১ সালে জন্ম গ্রহন করেছে। সে হিসেব অনুযায়ী ৭১ সালে তার বয়স মাত্র ৯ বছর । একজন বাচ্চা কিভাবে সেসময় মুক্তিযুদ্ধে যায়। মুক্তিযুদ্ধে তিনি কোথায় যুদ্ধ করেছেন জানতে চেয়ে তিনি বলেন,মহান মুক্তিযুদ্ধ নিয়ে এহেন মিথ্যাচার ও নিজেকে স্বঘোষিত মুক্তিযোদ্ধা দাবী করা সঠিক নয় । এর জন্য তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ।

জেলা জজ আঃ মান্নানের বদলির বিষয়ে বলেন , এর সাথে তার জামিনের কোন সম্পর্ক নেই। জজ এর বিরুদ্ধে আগে থেকে নানা অভিযোগ আছে শুনেছি।

তবে অভিযোগের বিষয়ে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম জানান, সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সর্বৈব ভাবে অসত্য ও মিথ্যাচার। তাকে হেয় প্রতিপন্ন করতে জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল এ সব মিথ্যাচার করছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...