ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম একজন গ্রেফতার

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম একজন গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা সেকান্দার খাঁন(৭০) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার বিকালে উপজেলার দেবত্র গ্রামে এ ঘটনা ঘটে। গত দু’দিন ধরে ঐ মুক্তিযোদ্ধা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ আজ মঙ্গলবার অভিযুক্ত প্রতিপক্ষ কবির হোসেন (৫১) নামে একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধার ছেলে আবুল কালাম বাদী হয়ে ২জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার দাউদখালী দেবত্র গ্রামের মৃত ফজলে আলীর ছেলে কবির হোসেনের সাথে বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকায় প্রতিপক্ষ কবির মামলা তুলে নিতে সেকান্দার আলীকে ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছিল। এর জের ধলে সোমবার বিকালে বীর মুক্তিযোদ্ধা সেকাান্দার আলীর সাথে প্রতিপক্ষ কবিরের বাকবিতন্ডা হয়। এর এক পর্যায় কবির ৪/৫ জনের একটি দল নিয়ে ওই বীর মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেফতাার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ নেতারা নিন্দা জানিয়ে অভিযুক্ত আসামীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...