পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বতন্ত্র চশমা প্রতীকের সমর্থকরা বিপ্লব বেপারী(২৮) নামে নৌকা প্রার্থীর সমর্থকের বাম হাতের কবজি কেটে ফেলেছে। বুধবার দিনগত রাতে উপজেলার ধানীসাফা উনিয়নের ফুলঝুড়ি পাতাকাটা গ্রামে নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত নৌকা সমর্থক বিপ্লব বেপারীকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে গভীর রাতে তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলার পাতাকাটা গ্রামের মো. রব হাওলাদার এর ছেলে মো. ফরিদ হালাদার(৫০) কে আটক করেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের নৌকা প্রার্থী হারুন তালুকদার এর বুধবার সন্ধ্যায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তার সমর্থকরা লিফলেট নিয়ে গ্রামে প্রচারণায় নামেন। এসময় ফুলঝুড়ি পাতাকাটা এলাকায় নৌকার প্রচারণার চালানোর সময় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) মো. রফিকুল ইসলাম এর সমর্থকরা নৌকা সমর্থকদের ধাওয়া করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । এসময় নৌকা সমর্থক বিপ্লব বেপারীর হাতের কবজি কেটে ফেলে প্রতিপক্ষ হামলাকারিরা। ধারালো অস্ত্রের কোপে তার বাম হাতের কবজি কেটে ঝুলে যায় । এয়াড়া ডান হাতসহ শরীরের নানা স্থানে এলাপাতারি কুপিয়ে তাকে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. গাজী তানভীর জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত বিপ্লবের বাম হাতের কবজির প্রায় অর্ধেক অংশ কেটে ঝুলে যায়। এয়াড়া তারা ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। উন্নত চিকিৎসার জন্য অবন্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় চশমা প্রতীকের স্বতন্ত্র প্রাথী মো. রফিকুল ইসলাম দাবি করেছেন, নৌকার নির্বাচনী সভা শেষে তার সমর্থকদের ৩/৪ টি মোটর সাইকেল ভাংচুর করে নৌকা সমর্থকরা। এতে তার দুই সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম বাদল বলেন, এ হামলার ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।