দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

0
16


মঠবাড়িয়া প্রতিনিধি 🔻
সম্প্রতি খুলনার রূপসা শিয়ালী, পটুয়াখালীর কলাপাড়া ও সিরাজগঞ্জের উল্লাপাড়াসহ দশের নানা স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির,ঘর-বাড়ি,ভাংচুর ও জমি দখলের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলা হিন্দু -বৌদ্ধ-খ্রীস্ট্রান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে শহরের শহীদ মিনার সমঊখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে হিন্দু সমপ্রাদায় অংগ্রহণ করেন।
শেষে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্ট্রান ঐক্য পরিষদ এর সভাপতি সুভাষ মজুমদারের সভাপতিত্বে প্রতিবাদ বক্তব্য দেন, শ্যামা শংকর রায়, পূজা উদযাপন পরিষদ নেতা পংকজ সাওজাল, কাজল চন্দ্র দাস, অঞ্জলি হালদার, পার্থ বেপারী, গোপাল রায়, প্রদীপ বেপারী প্রমূখ।
গমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দুদেও উপর হামলা প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । দেশে মানুষের শান্তি বিনস্টকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

About The Author