মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে পথসভা করেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও তাজ উদ্দিন আহম্মেদ। শনিবার দিনগত রাতে উপজেলার ২ নম্বর ধানীসাফায় হারুন অর রশিদ তালালুকদার এবং ৬ নম্বর টিকিকাটা ইউপিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের নির্বাচনী পৃথক দুটি পথসভায় তিনি বক্তব্য দেন তিনি।
স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত পথসভায় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আরিফুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, তৌহিদ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হেলাল, শাহিন মিয়া নবী, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান, ইসমাইল হোসেন মেম্বর প্রমূখ।
কেন্দ্রীয় যুবলীগ নেতা তাজ উদ্দিন আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গ্রাম হবে শহর। সে লক্ষে তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নিরালস ভাবে কাজ করছেন। তিনি যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষিসহ সকল খ্যাতে উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতাসহ কমপক্ষে ১০ ধরনের ভাতা দিচ্ছেন। তৃণমূলের মানুষ ভিজিডি, ভিজিএফ, জেলে কার্ড, করোনা কালীন সময়ে বিশেষ খাদ্য সহায়তা পাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর উন্নয়নের ধরা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে।