ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে জানাযা শেষে নিহত যুবলীগ নেতা শুভ’র দাফন সম্পন্ন

পিরোজপুরে জানাযা শেষে নিহত যুবলীগ নেতা শুভ’র দাফন সম্পন্ন


পিরোজপুর প্রতিনিধি 🔴
পিরোজপুরের সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জল হোসেন এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ’র তিনদফা নামাজে জানাযা শেষে পিরোজপুর পৌর করবস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযায় ইমামতি করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি জোবায়ের আহমেদ।
প্রায় ৫ শহস্্রাধিক মানুষের উপস্থিতিতে জানাযায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এ্যাড. এ এম হাকিম হাওলাদার, সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ শহর ও বিভিন্ন উপজেলা থেকে আগত সর্বস্তরের মানুষ। এছাড়া আজ বুধবার সকালে নিজ গ্রামের বাড়ি জেলার কাউখালীতে জানাজায় কয়েকহাজার শোকার্ত মানুষ উপস্থিত হয় ।
এর আগে মঙ্গলবার দিনগত রাতে তার মরদেহ পিরোজপুরে আসার পর প্রথমে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আনা হয়। সেখানে দলীয় শত শত নেতা কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে নিহত শুভকে ফুলেল শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় শহরের উকিল পাড়াস্থ নিজ বাস ভবনে। মা সহ আত্মীয় স্বজনরা হৃদয় বিদারক কান্না ও আহাজারিতে শোকের ছাঁয়া নেমে আসে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রোববার নৌকা মার্কার প্রার্থী নির্বাচিত চেয়ারম্যান তোফজ্জল হোসেন মল্লিক স্বপনের পক্ষে প্ররচারণাকালে মল্লিকবাড়ী এলাকায় হঠাৎ করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা অওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির হোসেন মাতুব্বরের লোকজন তাদের উপর গুলি করে এবং অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের লোকজনের গুলিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হয় এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি হাসান সিকদারের মাথায় অস্ত্র দিয়ে কোপ দেয়। এছাড়াও আরো কয়েক জন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় নেতা-কর্মীদের সহাসয়তায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ সহ আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। গুলিবিদ্ধ ফয়সাল মাহবুব শুভকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর সোমবার দুপুরে খুলনা থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার রাতে তিনি মারা যান।
এদিকে শুভর মৃত্যু সংবাদের পর পিরোজপুর জেলা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...