ব্রেকিং নিউজ
Home - উপকূল - মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি 🔻
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসাক চৌধুরী রওশন ইসলাম। সভায় সভাপতিত্ব করেন , পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী। লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী। আলোচনা করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, শফিউল হক মিঠু,সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ প্রমুখ।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে আলোচনা সভা, ভিডিও কনফারেসিং, জেলার স্রেষ্ট মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন, মাছ চাষীদের চাষ বিষয়ক পরামর্শ ও পুকুরের মাটি পরীক্ষার কর্মসুচি ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...