ব্রেকিং নিউজ
Home - উপকূল - বাড়ি বাড়ি খাদ্য সহায়তা নিয়ে মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউপি চেয়রাম্যান নাসির উদ্দিন

বাড়ি বাড়ি খাদ্য সহায়তা নিয়ে মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউপি চেয়রাম্যান নাসির উদ্দিন

মঠবাড়িয়া প্রতিনিধি <>

অদৃশ্য ঘাতক করোনার আতংকে ঘরবন্দী মানুষ। দরিদ্র দিনমজুর প্রান্তিক মানুষ কর্মহীন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এমন সংকট সময়ে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি আজ সোমবার ঘরবন্দী মানুষের জন্য ব্যাক্তিগত উদ্যোগে চাল,ডাল,আলু তেল নিয়ে বিপন্ন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এলাকার নিম্ন আয়ের কয়েক হাজার মানুষকে তিনি এ সহায়তা দিবেন বরে জানাগেছে।

রোনা সংক্রমন মোকাবেলায় তার এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার মানুষ। সামাজিক সাইট ফেসবুকে চেয়ারম্যানের এমন উদ্যোগ সাধুবাদ জানিয়ে নানা পোস্ট দেওয়া হচ্ছে। সেই সাথে বড়মাছুয়া ইউপি চেয়ারম্যানের মতোন উপজেলার ১১ ইউনিয়নের জনপ্রতিনিধিদের মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে বড়মাছু ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, মানুষ করোনা পরিস্থিতির শিকার হয়ে এখন ঘরবন্দী। এতে সবচেয়ে কষ্টে পড়েছেন নিম্মন আয়ের প্রান্তিক জনগোষ্ঠি । তাদের আয় রোজগার বন্ধ। এমন সময় মানুষ হিসেবে তাদের পাশে ছুটে যাওয়া আমার কর্তব্য।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...