ব্রেকিং নিউজ
Home - অপরাধ - আইএস কে যে কোনো মূল্যে ধ্বংসের অঙ্গীকার ফ্রান্সের

আইএস কে যে কোনো মূল্যে ধ্বংসের অঙ্গীকার ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া অলন্দ বলেছেন, প্যারিসের সন্ত্রাসী হামলার নেপথ্যে থাকা ধর্মান্ধ সশস্ত্র বাহিনীকে যে কোন মূল্যে ধ্বংস করা হবে।

দুই সপ্তাহ আগের ওই হামলায় নিহতদের স্মরণে শুক্রবার প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রায় ২৬০০ মানুষ এদিন হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে। পালন করা হয় এক মিনিট নীরবতা। পড়ে শোনানো হয় নিহতদের নাম।

এ শোকাবহ পরিবেশের মধ্যেই অলন্দ অঙ্গীকার করে বলেন, “ধর্মান্ধ এ সশস্ত্র বাহিনীকে পরাজিত করতে ফ্রান্স সম্ভাব্য সবকিছু করবে।”

গত ১৩ নভেম্বর প্যারিসের কেন্দ্রের কয়েকটি স্থানে একযোগে এই হামলা হয়। এর মধ্যে একটি কনসার্ট হলে গুলিবর্ষণে নিহত হন অন্তত ৮৭ জন। স্টেডিয়াম ও রেস্তোরাঁসহ পাঁচটি স্থানে বোমা ও গুলিতে মারা যান আরও ৪০ জনের মতো। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...