ব্রেকিং নিউজ
Home - সারাবিশ্ব - তিউনিসিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

তিউনিসিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

তিউনিসিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বেজি সেইদ এসেবসি। দেশে একই সাথে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর একটি বাসকে লক্ষ্য করে বোমা হামলায় ১৫ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই বাসের অধিকাংশ আরোহী নিহত হয়েছে। রাজধানী তিউনিসে ওই হামলার ঘটনা ঘটেছে। এর আগে ২০১১ সালে জঙ্গিরা দেশটিতে হামলা চালিয়েছিল।
তবে মঙ্গলবারের ওই হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওই হামলায় ২০ জনের মত আহত হয়েছে। ওই হামলার কারণে প্রেসিডেন্ট বুধবারে তার সুইজারল্যান্ডের সফর বাতিল করেছেন।
তিনি পুরো দেশে জরুরি অবস্থা এবং রাজধানীতে কারফিউ ঘোষণা করে বলেন, ‘এই দুঃখজনক ঘটনার পর আমি আইনের আওতায় দেশে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা এবং রাজধানী তিউনিসে বুধবার রাত নয়টা থেকে বৃহস্পতিবার সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি করার ঘোষণা দিচ্ছি।’

Leave a Reply

x

Check Also

২১ ফেব্রুয়ারির পাশাপাশি ৮ ফাল্গুন লেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আজকের মঠবাড়িয়া ডেস্ক <> বাংলাদেশে সরকারি ও বেসরকারি নথিপত্র, আমন্ত্রণপত্রসহ সব ক্ষেত্রে ২১ ফেব্রুয়ারি লেখার ...