ব্রেকিং নিউজ
Home - সারাবিশ্ব - তুরস্কের দাবি : রাশিয়াই আইএসের পৃষ্ঠপোষক

তুরস্কের দাবি : রাশিয়াই আইএসের পৃষ্ঠপোষক

এবার রাশিয়ার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুললেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান। তার দাবি, রাশিয়াই ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত। এ বিষয়ে আঙ্কারার কাছে তথ্য আছে।

প্যারিসে জলবায়ু সম্মেলনে অংশ নিতে ফ্রান্স সফররত এরদোগান বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে বলেন, ‘তুরস্কের কাছে তথ্য-প্রমাণ আছে। রাশিয়াই আইএসের সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত।’

গত ৩০ নভেম্বর এরদোগানের বিরুদ্ধে প্রথম অভিযোগের তীর ছোঁড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইএসের সঙ্গে তুরস্কের তেল সরবরাহ ব্যবস্থার সুরক্ষিত করতেই আমাদের প্লেন ভূপাতিত করা হয়েছে। বিষয়টি নিয়ে ভাবার যথেষ্ট কারণ রয়েছে। তুরস্কে আইএসের তেল প্রবেশ করছে বলে রাশিয়ার কাছে তথ্য রয়েছে।’

এ অভিযোগ অস্বীকার করে ১ ডিসেম্বর এরদোগান রুশ প্রেসিডেন্টকে উল্টো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি খুব শক্ত কিছু কথা বলতে চাই। যদি রুশ প্রেসিডেন্টের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি পদত্যাগ করবো। আমি পুতিনকে বলছি, অভিযোগ প্রমাণ করতে না পারলে আপনি কি পদত্যাগ করবেন? আমি আমারটা পরিষ্কারভাবে বলে দিলাম।’

এরপর ২ ডিসেম্বর আবারও রাশিয়ার পক্ষ থেকে ‍অভিযোগ তোলা হয়, কেবল তুরস্ক সরকার নয়, দেশটির প্রেসিডেন্ট ও তার পরিবারও আইএসের সঙ্গে তেল বাণিজ্যে জড়িত।

রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি আন্তোনভ মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘সিরিয়া ও ইরাক থেকে খোয়া যাওয়া তেলের প্রধান ভোক্তা তুরস্ক। আমাদের কাছে তথ্য আছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও তার পরিবার এই ‘অপরাধ ব্যবসা’র সঙ্গে জড়িত।’

তার এই অভিযোগের পর বৃহস্পতিবার এ পাল্টা তীর ছুঁড়লেন এরদোগান।

গত ২৪ নভেম্বর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে সিরিয়া সীমান্তে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। তবে রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করে। এ ঘটনার সূত্র ধরে দু’দেশের মধ্যে সম্পর্কে দারুণ অবনতি ঘটেছে। তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে রাশিয়া। এমনকি উত্তেজনা প্রশমনে প্যারিসে জলবায়ু সম্মেলনে পুতিনের সঙ্গে এরদোগান সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করলেও প্রত্যাখ্যাত হন।

Leave a Reply

x

Check Also

২১ ফেব্রুয়ারির পাশাপাশি ৮ ফাল্গুন লেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আজকের মঠবাড়িয়া ডেস্ক <> বাংলাদেশে সরকারি ও বেসরকারি নথিপত্র, আমন্ত্রণপত্রসহ সব ক্ষেত্রে ২১ ফেব্রুয়ারি লেখার ...