ব্রেকিং নিউজ
Home - নারী - পারিবারিক কলহে মঠবাড়িয়ায় বিষপানে গৃহবধূর অাত্মহত্যা

পারিবারিক কলহে মঠবাড়িয়ায় বিষপানে গৃহবধূর অাত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামে শনিবার বিকেলে পপি অাক্তার (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ নিহত গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে। নিহত গৃহবধূ পপি অাক্তার উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের ইউসুফ মাতুব্বরের স্ত্রী ও ছোট শিংগা গ্রামের অাবদুস সালামের মেয়ে। এদিকে নিহত গৃহবধূ পপি অাক্তারের মা মানজুরা বেগমের দাবী তার মেয়ের মানসিক সমস্যা ছিলো ৷ সে কারণে বিষপানে পপি অাত্মহত্যা করেছে ৷

লাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের মৃত ওহাব মাতুব্বরের ছেলে ইউসুফ মাতুব্বরের সাথে ছোট শিংগা গ্রামের অাবদুস সালামের মেয়ে পপি অাক্তারের প্রায় ৪মাস পূর্বে বিয়ে হয়। এর আগে পপি অাক্তারের অারও দুটি বিয়ে হয়েছিল ৷ অন্যদিকে ইউসুফ মাতুব্বরের স্ত্রী সন্তান রয়েছে ৷ দীর্ঘদিন ধরে পপি অাক্তারের সাথে ইউসুফ মাতুব্বরের পারিবারিক কলহের সৃষ্টি হলে পপি অাক্তার প্রায় একমাস পূর্বে বাবার বাড়ি চলে যায়। শনিবার (১৪ মে) দুপুরে পপি অাক্তার ছোট শিংগা গ্রামের বাবার বাড়িতে বসে বিষপান করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসা হয় ৷ সেখানে ওয়াস করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় ৷

মঠবাড়িয়া থানার এসঅাই মোঃ মাহাফুজুর হাসান জানান, পারিবারিক কলহের কারণে গৃহবধূ পপি অাক্তার অাত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ৷

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...