Home - অপরাধ - মঠবাড়িয়ায় ধর্ষণ চেষ্টা মামলা তুলে নিতে বাদী স্কুল শিক্ষিকাকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় ধর্ষণ চেষ্টা মামলা তুলে নিতে বাদী স্কুল শিক্ষিকাকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি :>>

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক শিক্ষিকা ধর্ষণ চেষ্টার মামলা তুলে নিতে প্রভাবশালী আসামীরা হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে । ভূক্তভোগি মামলার বাদি স্কুল শিক্ষিকার  বড় ভাই রুহুল আমিন রোববার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেস ক্লাব এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার বোন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার বোনের সাথে মামাতো ভাই স্বপন ও খোকন মুন্সির সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে স্বপন ও খোকন উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মৃত আঃ ছত্তার ফরাজীর ছেলে দুলাল ফরাজীকে দিয়ে ওই শিক্ষিকা স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করাতো। একপর্যায়ে দুলাল ফরাজী ওই শিক্ষিকার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এঘটনায় স্কুল শিক্ষিকা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করলে দুলালকে থানা পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেন। দুলাল সম্প্রতি জেল থেকে জামিনে এসে স্বপন ও খোকন মুন্সিকে নিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, জিডির তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম হৃদয় নামে এক শিশু নিহত ...