ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - শিশু সেতুকে সেলাই মেশিন প্রদান করল ডাক দিয়ে যাই

শিশু সেতুকে সেলাই মেশিন প্রদান করল ডাক দিয়ে যাই

মঠবাড়িয়া প্রতিনিধি >

সড়ক দূর্ঘটনায় অসুস্থ শিশু সেতু আক্তারের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে বেসরকারী উন্নয়ন সংগঠন ডাক দিয়ে যাই । সেতুর পরিবারের আর্থিক কষ্ট বিবেচনা করে ডাক দিয়ে সংগঠনটি সেতুর হাতে একটি সিঙ্গার সেলাই মেশিন তুলে দেন। আজ শনিবার মঠবাড়িয়া ডাক দিয়ে যাই ধানীসাফা শাখা অফিসে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সেতুর বাবা ও মা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে ডাক দিয়ে যাই সংস্থার মঠবাড়িয়া রিজিওনাল অফিসার মামুনুর রশিদ, শাখা ম্যানেজার কাজল রায়, একাউন্ট অফিসার পারভীন আক্তার, তরিকুল ইসলাম রনি, মিলন রায় ,অনুপ কুমার এবং ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের মঠবাড়িয়া উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক বশির আহমেদ, সাইফুল ইসলাম, সজীব মিত্র ও সদস্য সচিব সোহাগ মাতুব্বর উপস্থিত ছিলেন।

ডাক দিয়ে যাই সংস্থার মঠবাড়িয়া রিজিওনাল অফিসার মামুনুর রশিদ বলেন, সেতুর দরিদ্র পরিবারেএ সেলাই মেশিন দিয়ে আশা করছি পরিবারের একটা আয়ের পথ হবে। যাতে সেতুর লেখা পড়ায় সহযোগিতা হবে।

সেতুর বাবা দিনমজুর মো. বেল্লাল হেসেন কান্না জড়িত কন্ঠে বলেন, আমি ডাক দিয়ে যাই ও ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের কাছে কৃতজ্ঞ। আমার এমন কষ্টের দিনে তারা আমার পাশে দাড়িয়েছেন।

উল্লেখ্য পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের দিনমজুর বেল্লাল শাহের মেয়ে । সেতু ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ তেলিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে লেখা পড়া করছে। অর্থাভাবে শিশুটির সু চিকিৎসা চলছিল না। এমন অবস্থায় বিপন্ন সেতুকে নিয়ে অনলাইন পত্রিকা আজকের মঠবাড়িয়া, মঠবাড়িয়া নিউজ ডটকম ও কালের কণ্ঠ অনলাইন একটি সংবাদ প্রকাশ করলে দরিদ্র শিশু সেতুর চিকিৎসার জন্য উদ্যোগ নেয় মঠবাড়িয়ার কিছু তরুণ । এদের মধ্যে বিদেশে মঠবাড়িয়া প্রবাসি ও মঠবাড়িয়ার কিছু উদ্যমী তরুণ মিলে গড়ে তোলা অনলাইন ভিত্তিক একটি সামাজিক সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনটির উদ্যোগে শিশু সেতুর জন্য চিকিৎসা তহবিল গঠন করে। মাত্র এক সপ্তাহের মধ্যে সংগঠনটি ৪৮,৫০০(তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা এ তহবিলে জমা করে তা সেতুর পরিবারের হাতে তুলে দেয়। এতে সেতুর সু চিকিৎসা শেষে বিপন্ন শিশু সেতু সুস্থ হয়ে ওঠে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...