ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - এমপি সুধাংশু শেখর হালদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

এমপি সুধাংশু শেখর হালদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

খালিদ আবু,পিরোজপুর >

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সুধাংশু শেখর হালদার এর আজ ১২তম মৃত্যুবার্ষিকী। তাঁর দ্বাদশ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে তারই প্রতিষ্ঠিত সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে আলোচনা সভা, স্মরণিকা প্রকাশের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকার ফরাশগঞ্জের তাঁর প্রতিষ্ঠিত অনাথ আশ্রমে অনাথদের মাঝে ভোজের আয়োজন করা হয়েছে।

শিক্ষানুরাগী সুধাংশু শেখর হালদার বাগেরহাটের মোড়েলগঞ্জের শৌলখালীতে মায়ের নামে সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুরের ঘোষকাঠীতে ঘোষকাঠী কলেজ এবং একই গ্রামে সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেন। সংবিধানের দ্বাদশ সংশোধনী বিলের তিনি অন্যতম প্রণেতা ছিলেন। ১৯৬৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে এবং ১৯৮২, ১৯৮৩, ১৯৮৫ সালে হুসেইন মো. এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করায় তিনি গ্রেফতার হন এবং অমানবিক নির্যাতনের শিকার হন।
তিনি ১৯৭৯ এবং ১৯৯১ সালে পিরোজপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে বিবিসি তাকে উপমহাদেশের শ্রেষ্ট পার্লামেন্টারিয়ান হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৮১ সাল থেকে আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পরলোক গমন করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...