ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - শোকাঞ্জলি ⬛ ঊষা রানী মজুমদার

শোকাঞ্জলি ⬛ ঊষা রানী মজুমদার

পিরোজপুরের মঠবাড়িয়া উত্তর মিঠাখালী নিবাসী প্রয়াত শিক্ষক রনজিৎ কুমার মজুমদারের সহধর্মিণী ঊষা রানী মজুমদার পরলোকগমন করেছেন। তিনি আজ ১৯ মে (৫ জৈষ্ঠ-১৪২৮ বাং) বুধবার বিকেল ২টা ১৫ মিনিটে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭২ বছর।
তিনি কিছুদিন ধরে পরিপাক জনিত ব্যাধি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও পুতি-পৌত্নি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
কঠোর লক ডাউনে ঢাকায় আটকে যাওয়ার কারণে প্রয়াত ঊষা রানীর বড় ছেলে মিরপুর মডেল একাডেমির গণিত শিক্ষক উত্তম কুমার মজুমদার, নাতি উদয় মজুমদার, নাতনি উদিতা মজুমদার এবং একই কারণে তাঁর বড় মেয়ে ঊর্মিলা মজুমদার তাঁর মৃত্যুকালে পাশে থাকতে পারেননি।
তাঁর ছোট ছেলে রতন কুমার মজুমদার মঠবাড়িয়া পৌরসভায় কর্মরত রয়েছেন। আজ বুধবার রাতে উত্তর মিঠাখালী গ্রামের বাড়ি পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস ও পৌরসভা কর্মকর্তা -কর্মচারী ইউনিয়নের নেতারা ও মিরপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাস সহ শিক্ষক-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আজকের মঠবাড়িয়া পরিবার তাঁর বিদেহী আত্মার পরম শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...