ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মানুষের মানচিত্র 🌿 সদালাপী হাসোজ্জল মুখ, জনদরদী মানুষ

মানুষের মানচিত্র 🌿 সদালাপী হাসোজ্জল মুখ, জনদরদী মানুষ

সদালাপী হাসোজ্জল মুখ, জনদরদী মানুষ। বিপন্ন মানুষের পাশে দাড়ানো মানুষ। সমাজ ও মানুষের সংকটেই পাশে দাড়ান। মানবিক নিষ্ঠাবান মূল্যবোধের মানুষই সমাজ হিতৈষী। অসহায় সংকটে থাকা মানুষের থাকা দেশ ও সমাজ ভাবনার মানুষকে আমি সম্মান জানাই । আমি তাদের কর্মের কাছে নতজানু হই। আমার আপন জনপদ মঠবাড়িয়ায় অগণিত এইসব মানুষের মানচিত্র ব্যবচ্ছেদ করে দেখেছি এরাই কোনও না কোনও ভাবে এই সমাজ সভ্যতাকে এগিয়ে নিচ্ছেন।
আমি এইসব মহতী মানুষের মানচিত্র লিখে যেতে চাই। আমরা যখন একটা গভীরতর সংকটের দিকে যাবো আশংকা তখন এইসব মানুষেরা সমাজের মানুষের পাশে কোনও না কোনও ভাবে দাড়াবেন। এটা আমার জনপদের অতীত দুর্গত সময়ের অভিজ্ঞতা।
জনাব খলিলুর রহমান আমার আপন জনপদের অতি আপন এক মানুষের মুখ। একজন শিক্ষা উদ্যোক্তা, একজন রাজনীতিক ,একজন সমাজসেবক আর আলোকিত মানুষের প্রতিকৃতি জনাব খলিলুর রহমান।
জীবন ভাবনার এই মানুষের উদ্যোগ গুলো মঠবাড়িয়ার সর্বত্র ছড়িয়ে আছে। বছর শেষে সারা উপজেলার মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দরিদ্র মেধাবিদের পড়াশুনার খরচ, কৃষকের গাভী মরেছে বজ্রপাতে, ফসল মরে কৃষক খাদ্যহীন, শিক্ষাপ্রতিষ্ঠানে নানা উপকরণ সংকট, পবিত্র মসজিদে উপকরণ সংকট, কোথায় তিনি সহায়তার হাত বাড়াননি। যেকোন প্রকৃতিক দুর্গত জীবনেও সহায়তার হাত বাড়িয়েছেন এ মহতী মানুষটি। আমড়াগাছিয়ায় মন্দির ও মসজিদের প্রতিষ্ঠায় তার অনুদান দিয়ে শুরু হয়েছিল।
ঘূর্ণিঝড় সিডরে মঠবাড়িয়ার দুর্গত মানুষের মাঝে তিনি ১০ লাখ টাকারও অধিক ত্রাণ সহায়তা দিয়েছেন। মঠবাড়িয়ার ফুটবল টুর্ণামেন্ট শুরু করতে তিনি লক্ষাধিক টাকা দিয়েছেন। অহনিত সামাজিক অনুষ্ঠানে তার অনুদান তিনি দিয়েছেন। মানুষের স্বার্থেই তার এতসব মহতী উদ্যোগ। ঘূর্ণিঝড় সিডরে জনাব খলিলুর রহমান এর মানবিক সহায়তায় মুগ্ধ হয়ে তৎকালীন জেলা প্রশাসক তাঁকে একটি শুভেচ্ছা সনদ প্রদান করেন।

করোনা সংকট এসে আমাদের মানুষের জীবন স্থবির করে দিয়েছে । কর্মহীন বিপন্ন জনপদের মানুষ । মানবিক উদ্যোক্ত বিপন্ন জনপদের মানুষকে সুরক্ষা করা কঠিন। এগিয়ে এলেন সামাজিক উদ্যোক্তা মো. খলিলুর রহমান। আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সহায়তা তহবিল গঠন করলে । অসনক মাবিক মানুষও সাড়া দেন। জনাব খলিলুর হমান আজ ওই ত্রাণ তহবিলে এক লাখ টাকা সহায়তা দেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস এ সহায়তা গ্রহণ করেন।
এছাড়া তিনি মঠবাড়িয়া, আমড়াগাছিয়া, সাপলেজা ও বেতমোর এলাকার কর্মহীন অসহায়,হতদরিদ্র মানুষের আরও নগদ এক লাখ টাকা বিতরণ করেছেন। তিনি করোনা সংকট থেকে আরও সহায়তার হাত বাড়াবেন বলে আশ্বস্তও করেছেন। সংকটে েএইসব সামাজিক মহতী মানুষরাই জন্মাবধি পাশে দাড়াতে দেখেছি।
এই মহতী মানুষটি বেশ কিছু প্রতিষ্ঠান সাথে জড়িত। জনাব খলিলুর রহমান মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলগের সহসভাপতি। তিনি মা নুরজাহান এবং খলিলুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, .লায়নস ক্লাব বন্ধন ডিস্ট্রিক-315 B3 ঢাকার সাধারণ সম্পাদক, .লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সদস্য,.উত্তরা ক্লাব ঢাকার সদস্য. এশিয়া ক্লাব লিঃ উত্তরা ঢাকা এর সদস্য, .মঠবাড়িয়া শিক্ষা ট্রাস্টির আজীবন সদস্য ও ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির আজীবন সদস্য । এতগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে তিনি নানা সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
তিনি আমার আপন জনপদের কৃতি সন্তান ও সমাজসেবক বলেই মানুষের কাছে সমধিক পরিচিত। মানুষ তাঁর কর্মে বাঁচেন। মহতী কর্মই তাঁকে বাঁচায়। ওটাই মানুষের মানবিক ধর্ম।
আমি এইসব উদ্যোক্তা মানুষের কর্মের কাছে নতজানু। কৃতজ্ঞতা জানাই।
এসব মানবিক আর মহতী মানুষের মানচিত্র আমি আরও লিখে যেতে চাই।

 

দেবদাস মজুমদার

উপদেষ্টা সম্পাদক,

আজকের মঠবাড়িয়া

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...