ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মানুষের মানচিত্র

মানুষের মানচিত্র

উপকূলীয় জনপদে চেনা মানুষ। একজন মানবিক জনপ্রতিনিধি।
তবে আজ অবধি আমার সাথে আলাপ পরিচয় হয়নি। কথা বলা কিংবা হাত মেলানোর মতোন কোন মুহূর্ত ঘটেনি।
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মহিউদ্দিন মহারাজ।
করোনা দূর্গত মানুষের পাশে দাড়িয়েছেন সমগ্র জেলা জুড়ে। মঠবাড়িয়া উপজেলা পরিষদে যে সহায়তার মানবিক তহবিল গঠন করা হয়েছে সেখানে দূর্গত মানুষের জন্য তিনি নগদ এক লাখ টাকা প্রদান করেছেন। সেই সাথে মঠবাড়িয়া উপজেলায় প্রথম ধাপে ৬ হাজার দুর্গত মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন। করোনা সংক্রমনরোধে জীবানুনাশক সামগ্রী, মাস্কসহ নানা সামগ্রী প্রদান করেছেন।
শুধু করোনা সংকট নয় মঠবাড়িয়া জনপদে তিনি বহু উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সহায়তা করেছেন। নানা সামাজিক অনুষ্ঠানসহ বিপন্ন মানুষের প্রতি তিনি সহৃদয় হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি একজন সফল সমাজ সেবক। কোনও রাজনীতিক হিসেবে কিংবা পক্ষপাতে বলছিনা সরল মনে বলছি মানুষের দূর্গত সময়ে সামাজিক উদ্যোক্তারা পাশে না দাড়ালে বিপন্ন মানুষের ঘুরে দাড়াতে দারুণ বেগ পেতে হয়। আমি এইসব সামাজিক উদ্যোক্তাদের মানচিত্র লিখে যেতে চাই। সেটা সভ্য সমাজের একটা দায় থেকেই আমাকে লিখে যেতে হয়।
সমাজ ও মানুষের বিপন্নতায় পাশে দাড়ানো এইসব মহতী উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই।
রাজনীতিকরা রাজনীতি নিয়ে ভাবুক আমি সাধারণ বরং মানবিকতার জয়গান গাই।

দেবদাস মজুমদার

উপদেষ্টা সম্পাদক,

আজকের মঠবাড়িয়া

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...