ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ার কাব স্কাউট এ সাফল্য : ১২ কাব শিশু প্রধানমন্ত্রীর হাতে শাপলা কাপ এওয়ার্ড পাচ্ছে

মঠবাড়িয়ার কাব স্কাউট এ সাফল্য : ১২ কাব শিশু প্রধানমন্ত্রীর হাতে শাপলা কাপ এওয়ার্ড পাচ্ছে

ক্রীড়া প্রতিবেদক >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় কাব স্কাউটিংয়ে সম্ভাবনাময় সাফল্য অর্জন করেছে ১২জন কাব শিশু । জেলার ২৩টি শাপলা কাপ এওয়ার্ড এর মধ্যে মঠবাড়িয়ায় ১২টি এওয়ার্ড অর্জন করেছে। এতে এ উপজেলায় শতভাগ ফলাফলের রেকর্ড অর্জন করেছে কাব শিশুরা। এরা মাননীয় প্রধান মন্ত্রীর হাত থেকে শাপলা কাব এওয়ার্ড পাচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ২৮ ডিসেম্বর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১২জন কাব স্কাউট শিশু শাপলা কাব এওয়ার্ড অর্জনের লক্ষ্যে বরিশাল বিভাগীয় পরীক্ষায় অংশ নেন। পিরোজপুর জেলায় ২৭ জন অংশগ্রহণ করলেও সম্প্রতি ফলাফলে মঠবাড়িয়ার কাব স্কাউট শিশুরা শতভাগ রেকর্ড অর্জন করতে স্বক্ষম হন।
এওয়ার্ড প্রাপ্তরা হোল, ৫৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাব্বির রহমান, অমিত সিকদার, প্রিয়ন্তী বড়াল, ৬৯ নং বকসির ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাইফ ওয়াসিফ বিন কবির, তানিয়া আক্তার, তাহিরা আহম্মেদ ¯েœহা, মন্দিরা দেবী বৃন্তী, ৬৮ পশ্চিম সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাইয়ান মোস্তফা তুষার, সাবিহা আফরিন, ৭৩ নং রাজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফয়সাল হোসেন, ১৬০ নং ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খালিদ মাহমুন, ৬৫ নং সূর্যমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোস্তাকিন ইবনে মুসফিক। শাপলা কাব এওয়ার্ড প্রাপ্ত শিশুরা শিগ্রই প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করবেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন শাপলা কাব এওয়ার্ড শতভাগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...